সোমনাথ লাহা
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে তাঁর দুবাই সফরের ছবিতে। সম্প্রতি সেখানেই গিয়েছেন নায়িকা। তবে শ্রাবন্তীর এই সফর কি নিছকই বেড়ানো, নাকি কাজের সূত্রে, তা জানা যায়নি। তবে শ্রাবন্তীর সঙ্গে তাঁর প্রেমিক অভিরূপ নাগচৌধুরীও দুবাইয়ে রয়েছেন।
গত বছর মার্চ মাস থেকেই শ্রাবন্তী ও অভিরূপ ডেট করছেন। বাইপাসের ধারে একই বহুতল আবাসনে থাকেন তাঁরা দুজনেই। শুধু শ্রাবন্তী-অভিরূপ নন, দু’জনের পরিবারের সদস্যরাও কাছাকাছি এসেছেন। সম্প্রতি অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী। অপরদিকে রোশন সিং-য়ের সঙ্গে শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদের মামলা এখনও চলছে। অভিনেত্রী খোরপোশ দাবি করেছেন রোশনের কাছ থেকে। এদিকে রোশনের বক্তব্য, তিনি বিবাহ বিচ্ছেদ চান না শ্রাবন্তীর সঙ্গে। এই বিচ্ছেদ পর্বের সময়ই কাছাকাছি আসেন অভিরূপ-শ্রাবন্তী।