সরস্বতী পুজোর আগে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বাংলাজুড়েই ঠান্ডার প্রভাব কমে গিয়েছিল। কিন্তু ফের তাপমাত্রার পারদ এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি নেমে গেল। রবিবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে উত্তুরে হাওয়ার দাপটে কয়েক ডিগ্রি করে নেমে যেতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯১ শতাংশ।