Sambad Samakal

Fuel Price: নাভিশ্বাস মধ্যবিত্তের! বাড়ল পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম

Mar 22, 2022 @ 9:24 am
Fuel Price: নাভিশ্বাস মধ্যবিত্তের! বাড়ল পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম

ফের বাড়ল পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম। যুদ্ধ আবহে ও পাঁচ রাজ্যের নির্বাচনের পরে জ্বালানির দামবৃদ্ধির আশঙ্কা করছিলেন অনেকেই। সেই আশঙ্কাকে সত্যি করে দিয়ে, সোমবার মধ্য রাত থেকে পেট্রোলের দাম লিটারপ্রতি ৮৩ পয়সা বেড়ে হয়েছে ১০৫ টাকা ৫১ পয়সা। অন্যদিকে এক লিটার ডিজেলের দাম ৮৪ পয়সা বেড়ে হয়েছে ৯০ টাকা ৬২ পয়সা।

এক লাফে ৫০ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯২৬ টাকা থেকে বেড়ে ৯৭৬ টাকা হয়েছে। জ্বালানি তেল ও রান্নার গ্যাসের এই মূল্যবৃদ্ধি এবার সরাসরি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের ওপরেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *