Sambad Samakal

Digha: পর্যটক সুরক্ষায় জোর, দিঘার হোটেলে ঘর ভাড়া নিলেই তথ্য উঠবে অনলাইনে

Mar 29, 2022 @ 3:01 pm
Digha: পর্যটক সুরক্ষায় জোর, দিঘার হোটেলে ঘর ভাড়া নিলেই তথ্য উঠবে অনলাইনে

দিঘার হোটেলে পর্যটকদের রহস্যমৃত্যুর একাধিক খবর সামনে এসেছে সাম্প্রতিক অতীতে। আবার সৈকত শহরের হোটেলগুলিকে ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কাজ সংগঠিত করার অপচেষ্টাও চলে বলে অভিযোগ। ফলে বারবার প্রশ্নের মুখে পড়ছে সৈকত শহর দিঘায় পর্যটকদের নিরাপত্তা। সেই কারণেই এবার পর্যটক সুরক্ষায় নতুন প্রযুক্তি চালু করছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। আগামী ১ এপ্রিল থেকে দিঘার সমস্ত হোটেলে চালু হতে চলেছে অনলাইন ইনফর্মেশন অ্যান্ড ডাটাবেস সিস্টেম। যার ফলে দিঘার হোটেলে ঘর ভাড়া নিলেই সেই পর্যটকের তথ্য অনলাইনে নথিভুক্ত হবে। আপাতত দিঘার ৬০০টি হোটেলে এই নতুন প্রযুক্তির ব্যবহার চালু হচ্ছে। আগামী দিনে ধাপে ধাপে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণির হোটেলেও এভাবে তথ্য সংরক্ষণ করা হবে। পর্যটকদের সুরক্ষা বৃদ্ধির পাশাপাশি এই পদ্ধতিতে সহজ হবে রাজস্ব আদায়ও।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে এ ব্যাপারে প্রযুক্তিগত সহায়তা করছে এনআইসি (ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার)। ইতিমধ্যে দিঘার হোটেলগুলিকে চিঠি দিয়ে কম্পিউটার ও নেট সংযোগ নিতে বলা হয়েছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানসকুমার মণ্ডল বলেন, “অনলাইন ডাটাবেস সিস্টেম চালু হলে পর্যটকদের যাবতীয় তথ্য নতুন পোর্টালে আপলোড করে দিতে হবে হোটেল কর্তৃপক্ষকে। সেই সঙ্গে পর্যটকদের থেকে নেওয়া ফিও জমা করতে হবে অনলাইনের মাধ্যমেই। ফলে রাজস্ব ফাঁকি যেমন দেওয়া যাবে না। তেমনই পর্যটকদের সুরক্ষার দিকটিও সুনিশ্চিত করা সম্ভব হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *