Sambad Samakal

Koushik Ganguly: আবার ওয়েবে কৌশিক, প্রকাশ্যে ‘প্র্যাঙ্কেনস্টাইন’ -এর অফিশিয়াল পোস্টার

Mar 30, 2022 @ 1:31 pm
Koushik Ganguly: আবার ওয়েবে কৌশিক, প্রকাশ্যে ‘প্র্যাঙ্কেনস্টাইন’ -এর অফিশিয়াল পোস্টার

সোমনাথ লাহা

আবার ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে। ‘হ‌ইচ‌ই’ প্ল্যাটফর্মে সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘টিকটিকি’-তে তাঁর অসাধারণ অভিনয় মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। এবার ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক-এ আসতে চলেছে অন্য ধারার ওয়েব সিরিজ ‘প্র্যাঙ্কেনস্টাইন’। সিরিজের নাম ও লুক ঘোষণা করা হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এলো সিরিজটির অফিশিয়াল পোস্টার। প্রসঙ্গত, ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই সিরিজের শুটিং। চলতি বছরের এপ্রিল মাস থেকেই ক্লিক-এ স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ‘ক্লিক’ -এর অরিজিনাল সিরিজ ‘প্র্যাঙ্কেনস্টাইন’ -এর অফিশিয়াল পোস্টার। মিল্কি ওয়ে ফিল্মস প্রযোজিত ও সাগ্নিক চট্টোপাধ্যায়(সমু) পরিচালিত এই ওয়েব সিরিজটিতে মুখের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। পোস্টারে তাঁকে দেখা যাচ্ছে বড় চেয়ারে বসে আঙুলের মাঝে সিগারেট ধরে থাকা অবস্থায়। পিছনের দিকে রয়েছে তিনজন মুখোশধারী অবয়ব। কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছে সিরিজের দ্বিতীয় পোস্টারের লুক। সেখানে দেখা গিয়েছে একটি কাঠের চৌকির উপর খোলা স্টিলের টিফিন বক্স আর তাতে রয়েছে নুডলস। সেটি গার্নিস করা ধনেপাতা ও রেড বেলপেপার সহযোগে। নুডলসের মধ্যে ঢোকান রয়েছে একটি চামচ। পাশে একটি কাপে চা রয়েছে। তার পাশে রয়েছে অ্যাশ ট্রে।যার মধ্যে রয়েছে আধপোড়া সিগারেট, বিড়ি‌ ও দেশলাই কাঠি সহ ছাই। ঠিক পাশেই রয়েছে একপ্যাকেট বিড়ি ও দেশলাই। আর এর সঙ্গেই রয়েছে একটি ৯এম‌এম পিস্তল। রীতিমতো অভিনবত্বে মোড়া রয়েছে এই সিরিজের লুক এবং পোস্টারগুলি। সিরিজের কাহিনি আবর্তিত হয়েছে প্র্যাঙ্ক’ ভিডিও তৈরি করা একটি দলকে ঘিরে। এই প্র্যাঙ্কস্টার দলের নাম ‘প্র্যাঙ্কেনস্টাইন’। মুম্বই শহরে আয়োজিত হওয়া ইউটিউব ফ্যানফেস্টে তারা আমন্ত্রিত হয়। সেই আনন্দ উদযাপন করতে তারা কলকাতার উপকণ্ঠে এক শতাধিক বছর প্রাচীন রাজবাড়িতে রাত কাটানোর উদ্দেশ্যে গিয়ে উপস্থিত হয়। চার বন্ধু, রুবেন, ভিকি, শিরিন এবং আরু মিলে শুরু করে পার্টি। কিন্তু পানীয় ফুরিয়ে যাওয়ায় রুবেন, ভিকিকে বাইরে যেতে হয়। তারপরেই সেখানে আবির্ভাব ঘটে রহস্যময় এক প্রৌঢ়ের। তারপরই রহস্যময় দিকে মোড় নেয় গল্প। এরপর কি হয়? তার উত্তর মিলবে সিরিজটিতে। সিরিজের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক স্বয়ং। সিরিজে রহস্যময় প্রৌঢ়ের চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। রুবেনের ভূমিকায় রয়েছেন দীপ দে। শিরিনের চরিত্রে শ্রীতমা দে, আরুর ভূমিকায় ঈপ্সিতা কুন্ডু এবং ভিকির চরিত্রে দেখা যাবে রেমোকে। অন্যান্য চরিত্রে রয়েছেন ভাস্কর দত্ত, রোহিনী চট্টোপাধ্যায়, সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শিনী দাসগুপ্ত ও অয়ন্তিকা পাল। সিরিজের চিত্রনাট্য সহযোগী শ্রেষ্ঠা চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনায় রাজদীপ গঙ্গোপাধ্যায়। সিনেমাটোগ্রাফার অরিন্দম ভট্টাচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *