Sambad Samakal

Sisir Adhikari: শিশিরের সাংসদ পদ খারিজ ইস্যুতে সুদীপকে তলব ওম বিড়লার

Apr 14, 2022 @ 6:19 pm
Sisir Adhikari: শিশিরের সাংসদ পদ খারিজ ইস্যুতে সুদীপকে তলব ওম বিড়লার

কাঁথির তৃণমূল সাংসদ শিশির বিজেপি-তে যোগ দিয়েছেন। এই অভিযোগে গত বছর বিধানসভা ভোটের পরেই লোকসভার স্পিকারের কাছে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদন জানিয়েছিল তৃণমূল। সেই আবেদনে সাড়া দিয়েই এবার তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। আগামী ২৬ এপ্রিল বেলা সাড়ে ১২টায় সাক্ষ্য দেওয়ার জন্য সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়েছে।

গত বিধানসভা ভোটের সময়, ২০২১ সালের ১ মার্চ পূর্ব মেদিনীপুর জেলার এগরায় বিজেপির প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভামঞ্চে হাজির ছিলেন শিশির অধিকারী। শুধু তাই নয়, গেরুয়া শিবিরের হয়ে ভাষণ দিয়ে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বানও জানিয়েছেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। তবে ভোটে তৃণমূল জয়ী হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি।

ভোট পরবর্তী সময়ে তৃণমূলের পক্ষে লোকসভার স্পিকারের কাছে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আর্জি জানান উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে শিশিরের সাংসদ পদ খারিজের আবেদনের বিষয়টি লোকসভার প্রিভিলেজ এবং এথিক্স কমিটিতে বিবেচনাধীন রয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার লোকসভার স্পিকারের কাছে তদ্বিরও করেছে তৃণমূল সংসদীয় দল। সেই ইস্যুতেই এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তলব করলেন স্পিকার ওম বিড়লা। রাজনৈতিক মহলে জল্পনা, তাহলে কি এবার তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে খারিজ হতে চলেছে শিশির অধিকারীর সাংসদ পদ? যদিও বৃহস্পতিবার সন্ধ্যায় খবর লেখা পর্যন্ত এবিষয়ে শিশির অধিকারীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *