Sambad Samakal

Modi: সরল আইন ও আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারে জোর মোদির

Apr 30, 2022 @ 1:07 pm
Modi: সরল আইন ও আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারে জোর মোদির

ভারতের আইন মন্ত্রকের আহ্বানে শুক্রবার নয়া দিল্লির বিজ্ঞান ভবনে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমভি রামাণা। এছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ও হাইকোর্টের প্রধান বিচারপতিরাও এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে সরল আইন ও আদালতের কাজে আঞ্চলিক ভাষাকে অগ্রাধিকার দেওয়ার ওপরেই জোর দেন মোদি।

প্রধানমন্ত্রী মোদি বলেন, “আদালতের কাজে আঞ্চলিক ভাষাকে জোর দিতে হবে। এতে আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে। সহজ-সরল আইন মানুষের ন্যায়-বিচার পাওয়ার অধিকারকে আরও সুনিশ্চিত করবে।”

দেশের প্রধান বিচারপতি এমভি রামাণা বলেন, “অপ্রোয়জনীয় আইনগুলিকে বাতিল করতে হবে। সুপ্রিম কোর্টের পরামর্শে বহু অপ্রয়োজনীয় আইন কেন্দ্রীয় সরকার বাতিল করেছে। রাজ্যগুলোকেও একই ধরনের উদ্যোগ নিতে হবে। বিচারব্যবস্থার ওপর মানুষের ভরসা বাড়াতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *