Sambad Samakal

Tagore’s Birthday: ‘আজি এ দিবসে রবির চড়’! কবিতার লাইন বদলে কটাক্ষের শিকার মীর

May 10, 2022 @ 10:38 am
Tagore’s Birthday: ‘আজি এ দিবসে রবির চড়’! কবিতার লাইন বদলে কটাক্ষের শিকার মীর

সোমনাথ লাহা

পরনে লম্বা আলখাল্লা, চোখে গোল চশমা, বুক অবধি ছড়ানো দাড়ি-গোঁফ। চুলের মাঝখানে সিঁথি। ১৬১ বছরে পা রাখা রবীন্দ্রনাথ ঠাকুর সেজে সোশ্যাল মিডিয়ায় সটান হাজির মীর আফসার আলি। অবশ্য এতে ঘাবড়ানোর কিছু নেই। কারণ, বিশিষ্টজনদের জন্মদিনে তাঁদের ছদ্মবেশে হাজির হন রসিক এই সঞ্চালক-অভিনেতা। এর আগে তাঁকে দেখা গিয়েছিল জাদুকর পি.সি. সরকারের বেশে। এবার তিনি বিশ্বকবি। তবে শুধুমাত্র কবিগুরুর সাজ ধার করেই ক্ষান্ত থাকেননি মীর। তাঁর লেখা বিখ্যাত কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’-র পংক্তি ‘আজি এ প্রভাতে রবির কর’ও ধার নিয়েছেন। কবিতার কয়েকটি চরণকে আধুনিক রূপ দিয়েছেন মীর। রসিক সঞ্চালক লিখেছেন, “আজি এ প্রভাতে রবির চড় কেমনে বসিল গালের ‘পর’!” কবিতার পংক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে রীতিমতো চোখ বড় বড় হয়ে উঠেছে তাঁর। বাকিটা নিজের মনের মাধুরী মিশিয়ে লিখেছেন, “জন্মদিনের কেক কাটিবেন মহান বিশ্বকবি, বিশ্বভারতীর‌ও কাছে নাই রবির এমন ছবি…”। মীরের এহেন হাবভাব, রসিকতা দেখে মজেছেন তাঁর অনুরাগীরা। আবার অনেকেই উগরে দিয়েছেন কটাক্ষ। কমেন্ট বক্সে তাই যথারীতি টক-ঝাল-মিষ্টি মন্তব্যের বন্যা। কেউ সামান্য ধমক দিয়ে লিখেছেন, “মহা ফাজিল মীর’। আবার কেউ কপট প্রতিবাদের সুরে বলেছেন, “রবীন্দ্রনাথ কখন‌ও বড় বড় চোখ করে ভয় দেখাননি!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *