Sambad Samakal

Bollywood: আইনি জটিলতায় বিগ বি সহ চার

May 21, 2022 @ 1:22 pm
Bollywood: আইনি জটিলতায় বিগ বি সহ চার

সোমনাথ লাহা

আবার‌ও একবার আইনি ফাঁসের যাঁতাকলে পড়ল বলিউড। আর তাতে জড়িয়ে পড়লেন বলিপাড়ার চার তারকা। তালিকায় নাম রয়েছে খোদ বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন ও বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের। শুধুমাত্র অমিতাভ-শাহরুখ নন, নাম জড়িয়েছে অজয় দেবগণ ও রণবীর সিংয়ের‌ও। এক অর্থে বলা যায় এই চার তারকার দিকেই উঠেছে অভিযোগের আঙুল। বিহারের হাইকোর্টে দায়ের হ‌ওয়া এক জনস্বার্থ মামলায় বলা হয়েছে, গুটখা ও তামাকের প্রচার চালাচ্ছেন এই তারকারা। প্রসঙ্গত, চার তারকাই বিভিন্ন পানমশলার বিজ্ঞাপনে যুক্ত ছিলেন। সেই সূত্রেই এই মামলা। বিগত কয়েক বছর ধরে তামাকজাত পণ্যের এক সংস্থার প্রচার-মুখ অজয়। গতবছর এই এক‌ই সংস্থার বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হন শাহরুখ‌ও। এদিকে একসময় পানমশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনী-মুখ হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন বিগ বি। তবে পানমশলার প্রচার নিয়ে শোরগোল ওঠার পর সেই সংস্থার সঙ্গে যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি। এক‌ই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন রণবীর‌ও। মুজফ্ফরপুরের সিজিএম আদালতে এই চার তারকার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন সমাজকর্মী তমান্না হাশমি। তাঁর অভিযোগ, তারকাদের করা এই বিজ্ঞাপনগুলি সাধারণ মানুষকে আর‌ও বেশি করে ওই ক্ষতিকর পণ্যগুলোর প্রতি আকৃষ্ট করাচ্ছে। এ ক্ষেত্রে তারকা-পরিচিতির অপব্যবহার করার ক্ষেত্রে রণবীরের নাম আলাদাভাবে উল্লেখ করেছেন ওই সমাজকর্মী। তিনি আবেদন করেছেন ওই চার তারকার নামে এফ‌আইআর করুক পুলিশ। প্রসঙ্গত, জনরোষের মুখে পড়ে কিছু দিন আগেই ক্ষমা চেয়ে এক পানমশলা ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নেন বলিউডের আর এক অভিনেতা অক্ষয় কুমার। একই পথে হাঁটেন ‘কেজিএফ’-তারকা যশ। ২০২১-এর অক্টোবরে তামাকজাত পণ্য ব্র্যান্ডের প্রচার-দূত অমিতাভও সরে এসেছিলেন চুক্তি থেকে। তারপরেও বিজ্ঞাপনটি সম্প্রচারিত হতে থাকায় সংস্থাকে আইনি নোটিসও পাঠান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *