Sambad Samakal

Local Train: ৭২ ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ ব্যান্ডেল স্টেশন! ভোগান্তিতে যাত্রীরা

May 27, 2022 @ 11:32 am
Local Train: ৭২ ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ ব্যান্ডেল স্টেশন! ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার দুপুর ৩টে থেকে একটানা ৭২ ঘণ্টার জন্য সম্পূর্ণ রুপে বন্ধ হয়ে গেল ব্যান্ডেল স্টেশন। থার্ড লাইনের সম্প্রসারণ ও নতুন রুট রিলে ইন্টারলকিং কেবিন তৈরির জন্য পাওয়ার ব্লক করা হচ্ছে। ফলে এই সময়ে ব্যান্ডেল স্টেশনের ওপর দিয়ে কোনও লোকাল বা এক্সপ্রেস ট্রেন চলবে না। আগেই বিজ্ঞপ্তি দিয়ে এই সংবাদ জানিয়ে দিয়েছিল পূর্ব রেল। যদিও চরম ভোগান্তিতে পড়েছন নিত্য যাত্রীরা।

হাওড়া থেকে বর্ধমান মেইন লাইনের পরিষেবায় ব্যপক প্রভাব পড়েছে। হাওড়া থেকে চুঁচুড়া স্টেশন পর্যন্ত চলছে লোকাল ট্রেন। অন্যদিকে বর্ধমান থেকে খন্ন্যান স্টেশন পর্যন্ত ট্রেন চালানো হচ্ছে। ঘুরপথে চালানো হচ্ছে একাধিক এক্সপ্রেস ট্রেন। ফলে নিত্য যাত্রীদের বড় অংশ বাস পরিষেবার ওপর নির্ভর করছেন। যদিও ব্যান্ডেল স্টেশনের এই কাজ সম্পন্ন হলে ভবিষ্যতে হাওড়া-বর্ধমান শাখায় ট্রেনের গতি আরও বাড়বে বলেই মত রেলের আধিকারিকদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *