Sambad Samakal

TET: প্রাথমিকেও নিয়োগ দুর্নীতি! রাজ্যকে কী নির্দেশ হাইকোর্টের?

Jun 7, 2022 @ 2:22 pm
TET: প্রাথমিকেও নিয়োগ দুর্নীতি! রাজ্যকে কী নির্দেশ হাইকোর্টের?

এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখনই প্রাথমিকেও নিয়োগ দুর্নীতির অভিযোগে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আর তার ভিত্তিতেই এবার রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। আদালতে মামলা খারিজের দাবি জানিয়েছে রাজ্য। কিন্তু কেন এই মামলা গ্রহণযোগ্য হবে না, হলফনামা আকারে সেই যুক্তি রাজ্যকে পেশ করার নির্দেশ দিল আদালত। মঙ্গলবার বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যকে এ নিয়ে হলফনামা জমা দিতে হবে।হাইকোর্টে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৪ সালে টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে। বেআইনি ভাবে অনেককে নিয়োগ করা হয়েছে। মামলাটি করেছেন বিজেপি নেতা তাপস ঘোষ। তাঁর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতে জানান, গত এক বছরে ৬ দফায় ধাপে ধাপে নিয়োগ করা হয়েছে। আরও এক মামলাকারীর অভিযোগ, পরীক্ষায় পাশ না করেও ২০১৭ সাল থেকে চাকরি করছেন হুগলির এক বাসিন্দা। কিন্তু রাজ্যের প্রশ্ন, আট বছর আগের কোনও বিষয় নিয়ে করা জনস্বার্থ মামলা কী ভাবে গ্রহণযোগ্য হতে পারে? ওই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে। ফলে হাইকোর্টে রাজ্যের দাবি, এই মামলা গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। যদিও মামলাকারীদের পাল্টা অভিযোগ, ধাপে ধাপে নিয়োগ করা হচ্ছে। চলতি বছরের এপ্রিলেও চাকরি দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *