Sambad Samakal

Sikkim: বিশ্বের প্রথম জৈব রাজ্যের তকমা পেল সিকিম!

Jun 12, 2022 @ 7:23 am
Sikkim: বিশ্বের প্রথম জৈব রাজ্যের তকমা পেল সিকিম!

২০১৬ সালে ভারতের প্রথম ‘জৈব রাজ্য’ বা ‘অর্গানিক স্টেটে’র তকমা পেয়েছিল সিকিম। নিষিদ্ধ হয়েছিল সমস্ত ধরনের রাসায়নিক সার ও ক্ষতিকারক দূষক পদার্থ। এবার দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক সম্মান পেল সিকিম। বিশ্বের প্রথম ‘জৈব রাজ্য’ হিসেবে ভারতের উত্তর-পূর্বের এই ক্ষুদ্র রাজ্যটিকে স্বীকৃতি দিল ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস’।

১০০ শতাংশ জৈব নীতি প্রনয়ণ ও তা বাস্তবায়নের জন্যই এই পুরস্কার পেল সিকিম। বর্তমানে সিকিমে দূষিত পদার্থ বা রাসায়নিক সার ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম কেউ লঙ্ঘন করলে তার জন্য কঠিন শাস্তির বিধান রয়েছ। তবে উত্তর-পূর্বের এই রাজ্যের মানুষের যথাযথ সচেতনতার জন্যই এই বিরাট কর্মকাণ্ড সফল হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *