Sambad Samakal

Weather: উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা জারি, দক্ষিণে ভিজবে কোন কোন জেলা?

Jun 29, 2022 @ 9:14 am
Weather: উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা জারি, দক্ষিণে ভিজবে কোন কোন জেলা?

উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। প্রবল বৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলেও সতর্ক করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলোত এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে কয়েকটি স্থানে বৃষ্টিপাত হতে পারে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৮ শতাংশ।।

Related Articles