Sambad Samakal

Plastic Ban: বাংলার শিল্পীরাই প্লাস্টিকের বিকল্প দেখাতে পারেন: কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী

Jul 2, 2022 @ 10:20 am
Plastic Ban: বাংলার শিল্পীরাই প্লাস্টিকের বিকল্প দেখাতে পারেন: কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী

বাংলার অনবদ্য হস্তশিল্পীরা পরিবেশের কথা ভাবতেই পারেন। যেভাবে থার্মোকল ছেড়ে শোলায় শিল্পকলা ফুটিয়ে তুলেছেন তাঁরা। সেভাবেই বাংলাকে প্লাস্টিক ব্যাগ ব্যবহারে নতুন দেখাবেন তাঁরা, এমনটাই আশা প্রকাশ করেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

দু’দিনের সফরে মন্ত্রী জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১০৭ তম প্রতিষ্ঠা দিবস উজ্জাপন অনুষ্ঠানে শুক্রবার কলকাতায় যোগ দেন। অনুষ্ঠানে ছিলেন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী চৌবেও। প্রাণী বৈচিত্রের বিশেষ পাঠ ট্যাক্সনমি নিয়ে গবেষক তিন বিজ্ঞানিকে জানকী আম্মল পুরস্কার তুলে দেন মন্ত্রী। প্রায় ১৬০০ প্রজাপতির বৈচিত্র নিয়ে গবেষণাধর্মী একটি ওয়েবসাইটের সূচনাও হয় এই দিন।

Related Articles