শনিবার রাত থেকে শিয়ালদহ-দমদম শাখায় ১০ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। এদিন রাত সাড়ে ১১ টা থেকে রবিবার সকাল ৯.৩০টা পর্যন্ত এই শাখায় কোনও ট্রেন চলবে না বলে জানিয়ে দিল পূর্ব রেল। ফাইল শিয়ালদহ মেইন শাখা ও শিয়ালদহ-বনগাঁ শাখায় রাত ১১-৪০ মিনিটের শেষ লোকাল এদিনের জন্য বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে মোট ৩৮টি লোকাল। রবিবার সকালেও বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ থাকার জন্য দেরিতে ছাড়বে ৬টি মেল-এক্সপ্রেস। রেল সূত্রে খবর, রেল ব্রিজের কাজের জন্যই শিয়ালদা-দমদমের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্ত।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>