Sambad Samakal

Shooting World Cup: শুটিং বিশ্বকাপে সোনাজয় বাঙালি কন্যার

Jul 13, 2022 @ 12:47 pm
Shooting World Cup: শুটিং বিশ্বকাপে সোনাজয় বাঙালি কন্যার

ফের ভারতের মুকুটে নয়া পালক। শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন বাঙালি কন্যা। এই নিয়ে দ্বিতীয় সোনার পদক এল ভারতের ঝুলিতে। দক্ষিণ কোরিয়ার চাঙ্গোন প্রদেশে শুটিং বিশ্বকাপে বৈদ্যবাটির মেহুলি ঘোষ এই অনন্য নজির গড়লেন। শাহ তুষার মানের সঙ্গে জুটি বেঁধে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে সোনা পেলেন এই বাঙালি কন্যা।

হাঙ্গেরির এজতার মেসজারোস ও ইস্তভান পেনের জুটিকে ফইনালে হারিয়ে দিয়েছেন মেহুলি-তুষার জুটি। প্রসঙ্গত, এর আগে এয়ার পিস্তল মিক্সট ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের পলক ও শিব নারওয়ালের জুটি।

Related Articles