কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশিকা মেনেই শুক্রবার থেকে কলকাতাতেও ১৮ ঊর্ধ্বদের করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হল। প্রথম দিনেই কলকাতায় এই বুস্টার ডোজ পেলেন ৯৪৭৪ জন। কলকাতা পুরসভা সূত্রে খবর, এর মধ্যে কোভিশিল্ড প্রিকোশন ডোজ দেওয়া হয়েছে ৮৭২২ জনকে। কোভ্যাকসিন প্রিকোশন ডোজ দেওয়া হয়েছে ৭৫২ জনকে। রাজ্যের অন্যান্য এলাকাতেও এদিন থেকেই শুরু হয়েছে ১৮ ঊর্ধ্বদের করোনার বুস্টার ডোজ দেওয়ার এই কর্মসূচি। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে কেন্দ্রের নির্দেশিকা মেনে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হবে ৭৫ দিন ধরে।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>