Sambad Samakal

Britain: ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত ঋষি, আপত্তি জনসনের!

Jul 16, 2022 @ 5:18 pm
Britain: ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে ভারতীয় বংশোদ্ভূত ঋষি, আপত্তি জনসনের!

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে একপ্রকার বাধ্য হয়েছেন বরিস জনসন। তাঁর স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। তবে এখানেই ঘোর আপত্তি বর্তমানে ব্রিটেনের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বরিস জনসনের। ঋষি সুনাককে কোনও ভাবেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে রাজি নন জনসন।

জানা গিয়েছে, ব্রিটেনের কনজারভেটিভ পার্টির অন্দরে এই মুহূর্তে তুমুল ডামাডোল চলছে। ক্রিস পিনচার ইস্যুতে নিজের দলের মধ্যেই ক্ষোভের মুখে পড়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সময়ে ব্রিটিশ অর্থ দফতরের প্রধান ঋষি পদত্যাগ করেন। এরপরেই কার্যত পদত্যাগের হিড়িক পড়ে যায় গোটা মন্ত্রীসভায়। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, সেই তিক্ত অভিজ্ঞতার জন্যই আর কোনও ভাবে ঋষি সুনাককে প্রধানমন্ত্রী হিসেবে মানতে রাজি হচ্ছেননা জনসন।

Related Articles