Sambad Samakal

Ultadanga Flyover: ফের ফাটল উল্টোডাঙা ফ্লাইওভারে!

Aug 3, 2022 @ 11:10 am
Ultadanga Flyover: ফের ফাটল উল্টোডাঙা ফ্লাইওভারে!

ফের ফাটল দেখা দিল উল্টোডাঙা ফ্লাইওভারে! বুধবার সকালে উল্টোডাঙায় লেকটাউন থেকে ইএম বাইপাসগামী ও ইএম বাইপাস থেকে লেকটাউনগামী ফ্লাইওভারে ফাটল দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তবে কীভাবে এই ফাটল ধরল, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কেএমডিএর ইঞ্জিনিয়াররা। দ্রুত ওই ফাটল মেরামত করার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, উল্টোডাঙা ফ্লাইওভারের এই অংশটিই এক সময়ে ভেঙে পড়েছিল। ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা যাচ্ছে, গত নভেম্বর মাসেই এই ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। কিন্তু সেই সময়ে কোনও ফাটল নজরে আসেনি ইঞ্জিনিয়ারদের।

Related Articles