Sambad Samakal

FIFA: ভারত থেকে তুলে নেওয়া হতে পারে মহিলাদের অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ! ফিফার পত্রবোমায় চাঞ্চল্য

Aug 6, 2022 @ 11:59 am
FIFA: ভারত থেকে তুলে নেওয়া হতে পারে মহিলাদের অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ! ফিফার পত্রবোমায় চাঞ্চল্য

ভারতীয় ফুটবল ফেডারেশনের কাজে চরম অসন্তোষ প্রকাশ করে কার্যত পত্রবোমা ফাটাল ফিফা। একটি চিঠিতে জানানো হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভারত থেকে তুলে নেওয়া হতে পারে মহিলাদের অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন ঘিরে এবার ফিফার সঙ্গে নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি তৈরি হল।

প্রসঙ্গত, ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনের জন্য ফিফা ও এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নির্দিষ্ট দিন-ক্ষণ ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপরে ভারতের সুপ্রিমকোর্টের পক্ষ থেকে পৃথক দিন-ক্ষণ নির্দিষ্ট করা হয়। আর এতেই প্রবল অসন্তুষ্ট হয়েছে ফিফা। চিঠিতে তারা জানিয়েছে, ফুটবল প্রশাসনে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানা হবেনা। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হতে পারে ভারতীয় ফুটবল ফেডারেশনকে। যদিও এই বিষয়ে ফেডারেশনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Related Articles