Sambad Samakal

Anubrata: কার নির্দেশে অনুব্রতর বাড়িতে সরকারি চিকিৎসক? বিস্ফোরক দাবি বোলপুর হাসপাতালের সুপারের

Aug 13, 2022 @ 10:07 am
Anubrata: কার নির্দেশে অনুব্রতর বাড়িতে সরকারি চিকিৎসক? বিস্ফোরক দাবি বোলপুর হাসপাতালের সুপারের

গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গ্রেফতারির আগে তাঁর বাড়িতে বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর নির্দেশে গিয়েছিলেন সরকারি চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। এবার এই বিষয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বুদ্ধদেব মুর্মু। সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেছেন, সিউড়ির বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী নির্দেশেই চিকিৎসক পাঠানো হয়েছিল।

বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর দাবি, তাড়াতাড়ি অনুব্রত মণ্ডলের বাড়িতে সরকারি চিকিৎসক পাঠানোর জন্য চাপ দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। এক প্রকার বাধ্য হয়েই তিনি নিজের হাসপাতাল থেকে এক জন চিকিৎসককে পাঠিয়েছিলেন। যদিও চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপারের দাবি, তিনি কেবলমাত্র আবেদন করেছিলেন। ইচ্ছে হলে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী নাও যেতে পারতেন।

Related Articles