Sambad Samakal

Space Shuttle: মহাকাশযানের জন্য পৃথক সমাধিক্ষেত্র! কোথায় রয়েছে জানেন?

Aug 14, 2022 @ 12:44 pm
Space Shuttle: মহাকাশযানের জন্য পৃথক সমাধিক্ষেত্র! কোথায় রয়েছে জানেন?

কৃত্রিম উপগ্রহ বা মহাকাশযান উৎক্ষেপণের সময়ে আমাদের উৎসাহের শেষ থাকেনা। প্রতি মুহূর্তের পরিস্থিতি জানতে আমরা চোখ রাখি টিভির পর্দায়। কিন্তু মহাকাশযানের কাজ শেষ হয়ে গেলে কী পরিণতি হয়, সেই খবর রাখি আমরা? কিছু মহাকাশযান মহাশূন্যেই ঘুরতে থাকে। আর মহাকাশ দূষণ রুখতে কিছু যান ফিরিয়ে আনা হয় পৃথিবীতে।

আর সেই মহাকাশযানগুলির জন্য বরাদ্দ রয়েছে বিশেষ সমাধিক্ষেত্র। মহাকাশযানের ‘কবর’, বিজ্ঞানীদের ভাষায় ‘পয়েন্ট নিমো’। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত এই বিশেষ অঞ্চল। ওই এলাকা থেকে প্রায় ১ হাজার মাইল দূরে রয়েছে নিকটবর্তী ভূখণ্ড। ফলে নৌ চলাচলও ওই এলাকায় সামান্য। ‘পয়েন্ট নিমো’র জলের তলার সমাধিক্ষেত্রে রয়েছে প্রায় তিন শতাধিক মহাকাশযান।

Related Articles