Sambad Samakal

Uranus Neptune: ‘হীরক’ রাজার গ্রহে আকাশ থেকে খসে পড়ে হিরে-জহরত!

Aug 14, 2022 @ 1:16 pm
Uranus Neptune: ‘হীরক’ রাজার গ্রহে আকাশ থেকে খসে পড়ে হিরে-জহরত!

শিলাবৃষ্টি হলে বরফ কুড়োতে বেরিয়ে পড়েন অনেকে। আর বরফের বদলে যদি হিরে-জহরত খসে পড়ে আকাশ থেকে! হ্যাঁ, অবাক হলেও এমনই ঘটনা ঘটে ইউরেনাস ও নেপচুনে। ছবি দেখলেই বোঝা যাবে গ্রহ দুটির মধ্যে বিস্তর মিল রয়েছে। গ্রহ দুটির রং নীল ঘেঁষা, কারণ সেখানে রয়েছে মিথেন, অ্যামোনিয়া ও জল।

ইউরেনাস ও নেপচুনে ম্যান্টেলের উষ্ণতা প্রায় ৭ হাজার কেলভিন। বাইরের স্তরেই সেই উষ্ণতা ২ হাজার কেলভিন। পাশাপাশি চাপ বায়ুমণ্ডলের চাপের প্রায় ১ কোটি গুণ। এর ফলে মিথেনে আবদ্ধ কার্বন ও হাইড্রোজেন ভেঙে তৈরি হয় হিরের কেলাস। যা ঝড়ে পড়ে বৃষ্টির আকারে। কিন্তু সেই হিরে সংগ্রহ করা আদতে অসম্ভব।

Related Articles