Sambad Samakal

Kolkata HC: বাসভাড়া নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যকে কেন জরিমানা করল হাইকোর্ট?

Aug 24, 2022 @ 2:47 pm
Kolkata HC: বাসভাড়া নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যকে কেন জরিমানা করল হাইকোর্ট?

বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলায়। আর সেই মামলাতেই এবার রাজ্য সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষী ভরদ্বাজ। এরসঙ্গেই রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনাও করেন দুই বিচারপতি।

প্রসঙ্গত, বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া সংক্রান্ত জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা তলব করেছি হাইকোর্ট। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও সেই হলফনামা জমা দেওয়া হয়নি রাজ্যের তরফে। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা প্রশ্ন করেন, রাজ্যের কাছে কি পর্যাপ্ত তথ্য নেই? যদিও এদিনের শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী শুনানির আগেই হলফনামা জমা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

Related Articles