Sambad Samakal

Gyanvapi Mosque: খারিজ মুসলিম পক্ষের আর্জি, জ্ঞানবাপী মামলায় কী রায় দিল আদালত?

Sep 12, 2022 @ 4:53 pm
Gyanvapi Mosque: খারিজ মুসলিম পক্ষের আর্জি, জ্ঞানবাপী মামলায় কী রায় দিল আদালত?

বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বরে হিন্দু ধর্মের ব্যক্তিদের পূজার্চনা করার আবেদন বৈধ! সোমবার এমনটাই জানিয়ে দিলেন বারাণসী জেলা আদালতের বিচারক একে বিশ্বেস। অন্যদিকে হিন্দু পক্ষের আবেদনের বিরুদ্ধে মুসলিম পক্ষের আর্জিও খারিজ করে দিয়েছে আদালত।

বারাণসী জেলা আদালতের বিচারক জানিয়ে দিয়েছেন, হিন্দু পক্ষের আবেদনের ভিত্তিতে বিচারপর্ব চলবে। আগামী ২২ তারিখ ফের এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বরে পূজার্চনা করার অনুমতি চেয়ে আদালতের দারস্থ হয়েছিলেন পাঁচ জন হিন্দু মহিলা।

সেই আবেদনের ওপরে ভিত্তি করে ভিডিও সার্ভে করানোর নির্দেশ দিয়েছিল আদালত। সার্ভে চলার সময়ে মসজিদের ওজুখানার ভেতরে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বলে খবর রটে যায়। প্রকাশ্যে আসে একাধিক ভিডিও। সেই সময়েই হিন্দু পক্ষের আবেদন খারিজ করে দেওয়ার জন্য আর্জি জানায় মুসলিম পক্ষ। এদিন সেই আর্জিই খারিজ করে দিল আদালত।

Related Articles