Sambad Samakal

Adani Group: তাজপুর বন্দর তৈরির দায়িত্বে আদানি, কী সিদ্ধান্ত মন্ত্রিসভার?

Sep 19, 2022 @ 5:47 pm
Adani Group: তাজপুর বন্দর তৈরির দায়িত্বে আদানি, কী সিদ্ধান্ত মন্ত্রিসভার?

তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে এই কাজে আগ্রহ প্রকাশ করেছিল আদানি গোষ্ঠী। সোমবার রাজ্য মন্ত্রিসভার পক্ষ থেকে সেই আদানি গোষ্ঠীর হাতেই তাজপুর বন্দর তৈরির ভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

এদিন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, খুব দ্রুতই মুখ্যমন্ত্রী আদানিদের হাতে তাজপুর বন্দর তৈরির ‘লেটার অফ ইনটেন্ড’ তুলে দেবেন। প্রসঙ্গত, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসেও তাজপুর বন্দর প্রসঙ্গে আগ্রহ প্রকাশ করেছিলেন গৌতম আদানি। ওয়াকিবহাল মহলের মতে, তাজপুরে আদানিদের হাত ধরে অত্যাধুনিক গভীর সমুদ্র বন্দর তৈরি হলে কার্যত ভোল পালটে যাবে হলদিয়া শিল্পাঞ্চলের। আর সেই লক্ষেই যত দ্রুত সম্ভব তাজপুরে বন্দর তৈরির কাজ সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার।

Related Articles