Sambad Samakal

Iran: হিজাব কাণ্ডে রক্তাক্ত ইরান, নিষিদ্ধ সমস্ত সোশ্যাল মিডিয়া!

Sep 23, 2022 @ 11:11 am
Iran: হিজাব কাণ্ডে রক্তাক্ত ইরান, নিষিদ্ধ সমস্ত সোশ্যাল মিডিয়া!

হিজাব কাণ্ডে রক্তাক্ত ইরান। পুলিশের অত্যাচারে ইতিমধ্যেই অন্তত ৩১ প্রতিবাদীর মৃত্যু হয়েছে। বিক্ষোভ দমন করতে দেশজুড়ে সমস্ত সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে ইরান সরকার। হিজাব না পড়ার অপরাধে এক তরুণীর ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ।

ইরান সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। আন্দোলনের খবর যাতে ছড়িয়ে না পরে, সেই কারণে ফেসবুক, হোয়াটসঅ্যাপও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে এখনই ইরানের প্রতিবাদীদের শান্ত হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছেনা। পাল্টা প্রতিবাদীদের প্রতিও কঠোর অবস্থান নিয়েছে ইরানের সরকার।

Related Articles