Sambad Samakal

Black Monday: রক্তাক্ত স্টক এক্সচেঞ্জ! আরও এক ব্ল্যাক মানডে ভারতীয় শেয়ার বাজারে

Sep 26, 2022 @ 7:15 pm
Black Monday: রক্তাক্ত স্টক এক্সচেঞ্জ! আরও এক ব্ল্যাক মানডে ভারতীয় শেয়ার বাজারে

ফের রক্তাক্ত ভারতীয় শেয়ার বাজার। সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই রেকর্ড পতন নিফটি ও সূচকে । ফলে আরও এক “ব্ল্যাক মানডে” প্রত্যক্ষ করল ইন্ডিয়ান স্টক মার্কেট।

শুক্রবার মার্কিন শেয়ার বাজারে দেড় শতাংশের বেশি পতন দেখা গিয়েছিল। সোমবার যার মারাত্মক প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে। গ্যাপ ডাউনে খুলেছে নিফটি , সেনসেক্স। শুরুতেই প্রায় ১.৩৪ শতাংশ পড়ে গিয়েছে নিফটি। একই অবস্থা মুম্বই স্টক একচেঞ্জের। ফলে কার্যত ভারতের শেয়ার বাজার এদিন আমেরিকা-সহ ইউরোপীয় দেশগুলির মন্দায় যাওয়ার আশঙ্কা থেকেই ধরাশায়ী হল।

দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ক্রমাগত মুনাফা বুক করে চলায় এদিন মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক ১০০০ পয়েন্ট ও নিফটি ৩৫০ পয়েন্ট কমে গেছে। যে কারণে বিনিয়োগকারীদের সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সম্পদে ৭ লাখ কোটি টাকা পাচার হয়েছে।

সোমবার সকালে প্রায় দেড় শতাংশ পতনের পর -৯৯ শতাংশে এসে থামে নিফটির সূচক। পরে সবার জন্য বাজার খুললে নিফটি আরও পড়ে যায়, পড়ে যায় সেনসেক্সও। সাড়ে ৯টার আগেই প্রায় দেড় শতাংশ কমে যায় নিফটি ও সেনসেক্সের সূচক।

Related Articles