Sambad Samakal

Home Ministry: নিষিদ্ধ পিএফআই সহ ৮ সংগঠন! কী সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের?

Sep 28, 2022 @ 11:43 am
Home Ministry: নিষিদ্ধ পিএফআই সহ ৮ সংগঠন! কী সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের?

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআইকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর সঙ্গেই পিএফআই-এর সহযোগী সংগঠন হিসেবে আরও ৮টি সংস্থাকেও নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ওই সংস্থাগুলি হল, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, কেপস ফ্রন্ট অফ ইন্ডিয়া, জুনিয়র ফ্রন্ট, এম্বাবর ইন্ডিয়া ফাউন্ডেশন, রিহ্যাব ফাউন্ডেশন ও ন্যাশনাল বুমস ফ্রন্ট।

সরাসরি নিষিদ্ধ ঘোষণা হওয়ায় পিএফআই সহ অন্যান্য সংগঠনগুলির নাম কোনও অনুষ্ঠান করা করা যাবেনা। এমনকি কার্যালয়ও খোলা যাবেনা। এনআইএ ও ইডির অভিযোগ পিএফআই ও তাদের সহযোগী সংস্থাগুলি সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। এছাড়াও লাগাতার সাম্প্রদায়িক উস্কানি দেওয়ারও অভিযোগ রয়েছে অভিযুক্ত সংগঠনগুলির বিরুদ্ধে।

Related Articles