Sambad Samakal

Duare Ration: বন্ধ হচ্ছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প! কী নির্দেশ কলকাতা হাইকোর্টের?

Sep 28, 2022 @ 11:54 am
Duare Ration: বন্ধ হচ্ছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প! কী নির্দেশ কলকাতা হাইকোর্টের?

২০২১ সালে ক্ষমতায় আসার পরেই রাজ্যজুড়ে ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই প্রকল্পের বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রেশন ডিলারদের একাংশ। তাদের দাবি ছিল, এই প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী। মানুষের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া যায়না। বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঘোষণা করল ‘দুয়ারে রেশন’ প্রকল্প বেআইনি।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, যে সমস্ত এলাকায় এই প্রকল্প চালু হয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুসারে ‘দুয়ারে রেশন’ প্রকল্প বৈধ নয় বলেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

Related Articles