Sambad Samakal

Mamata: পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?

Sep 30, 2022 @ 2:57 pm
Mamata: পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?

পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে কী আনন্দমুখর উৎসবের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, মহা পঞ্চমীর দুপুরে টুইট করে সবাইকে শারদীয়ার “আন্তরিক শুভেচ্ছা” জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইটে তিনি লিখেছেন, “পঞ্চমীর এই শুভ দিনে, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।”

টুইটের পরবর্তী অংশে মুখ্যমন্ত্রী লিখেছেন, “পুজোর উদযাপন পুরোদমে শুরু হয়ে গিয়েছে এবং আমাদের প্রিয় উৎসব এখন স্বমহিমায় ফিরে এসেছে। এই জন্য আমি খুবই আনন্দিত।” এরপরেই তাঁর আহ্বান, “আসুন, আমরা সকলে এই উৎসবে অংশগ্রহণ করে, উৎসবকে আরও আনন্দমুখর করে তুলি।”

Related Articles