Sambad Samakal

Weather: আংশিক মেঘলা আকাশ, আজও ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা কোন কোন জেলায়?

May 8, 2024 @ 8:32 am
Weather: আংশিক মেঘলা আকাশ, আজও ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা কোন কোন জেলায়?

বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা শহর কলকাতার আকাশ। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বুধবারও বিকেলের পর থেকে কলকাতা, হুগলি, হওড়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়লেও সন্ধ্যের পরে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৬ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৫ শতাংশ।

Related Articles