Sambad Samakal

Durga Puja: কুমারী পুজোর সঙ্গেই হয় সধবা পুজো! জানেন শীলবাড়ির দুর্গাপুজোর রীতিনীতি?

Oct 3, 2022 @ 6:24 pm
Durga Puja: কুমারী পুজোর সঙ্গেই হয় সধবা পুজো! জানেন শীলবাড়ির দুর্গাপুজোর রীতিনীতি?

১৮৫৬ সাল থেকে উত্তর কলকাতার চোরবাগান অঞ্চলের শীলবাড়িতে মহা ধুমধাম করে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে আসছে। রথের দিন হয় কাঠামো পুজো। প্রতিপদকল্পে বসে দুর্গা বোধনের ঘট। অষ্টমীতে ধুনো পোড়ানোর রীতি রয়েছে, তবে একমাত্র দিক্ষীত সদস্যরাই সেখানে অংশগ্রহণ করতে পারেন।

শীলবাড়ির পুজোয় নবমীর দিনে কুমারী পুজোর সঙ্গেই সধবা পুজোরও রীতি রয়েছে। এই বাড়ির পুজোর আরও একটি বৈশিষ্ট্য হল গো-পুজো। সন্ধিপুজোর সময়ে বলির রীতি না থাকলেও, পরিবারের সকলে নিরবতা পালন করে মায়ের ধ্যান করেন।

পুজোয় দেবীর উদ্দেশে বিভিন্ন ফল, মিষ্টি, কচুরি নিবেদন করা হয়। সপ্তমী থেকে নবমী প্রতিদিনই হোম অনুষ্ঠিত হয়। দশমীতে জগন্নাথ ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয়।

Related Articles