Sambad Samakal

Manik Bhattacharya: ১০ বছরে ৫৮ হাজারেরও বেশি চাকরি দিয়েছেন মানিক! কী দাবি ইডির?

Oct 12, 2022 @ 10:51 am
Manik Bhattacharya: ১০ বছরে ৫৮ হাজারেরও বেশি চাকরি দিয়েছেন মানিক! কী দাবি ইডির?

প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। এবার মানিকের কীর্তি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডির নথিতে। আদালতে ইডির পক্ষ থেকে জমা দেওয়া নথিতে দাবি করা হয়েছে, ১০ বছরে মোট ৫৮ হাজারের বেশি চাকরি দিয়েছিলেন মানিক ভট্টাচার্য। যার অধিকাংশই অর্থের বিনিময়ে বেআইনি ভাবে পাইয়ে দেওয়া হয়েছিল।

এরসঙ্গেই ইডির তদন্তকারীদের দাবি, গত ২৭ জুলাই মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছিল। বেআইনি অর্থ সংগ্রহ করে বিভিন্ন প্রভাবশালীদের কাছে পাঠানোর প্রমাণ রয়েছে তদন্তকারীদের হাতে। ইডির দাবি, বেআইনি অর্থ তছরুপ সংক্রান্ত অপরাধের সঙ্গেও ওতপ্রোত ভাবে যুক্ত ছিলেন মানিক ভট্টাচার্য।

Related Articles