ফের রাজ্যের মুকুটে নয়া পালক। স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত হল পশ্চিমবঙ্গ সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প। গোটা দেশের মধ্যে নারী ও শিশু কল্যাণমূলক প্রকল্প হিসেবে বিশেষ স্বীকৃতি দেওয়া হল ‘লক্ষ্মীর ভান্ডার’কে। করোনা কালে মহিলাদের হাতে সরাসরি নগদ অর্থ পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে জেনারেল ক্যাটাগরির মহিলারা ৫০০ টাকা ও এসসি/এসটি মহিলারা ১ হাজার টাকা করে পান।
শুক্রবার রাতে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘নারী ও শিশু কল্যাণ বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার।’ মহিলাদের ক্ষমতায়নকে আমরা সবসময় অগ্রাধিকার দিয়েছি। এটা শুধু সরকারের স্বীকৃতি নয়, বাংলার মহিলাদের স্বীকৃতি।’