Sambad Samakal

Demonetisation: নোটবন্দির পরে বেড়েছে নগদের জোগান! কী তথ্য জানাল রিজার্ভ ব্যাঙ্ক?

Nov 8, 2022 @ 6:07 pm
Demonetisation: নোটবন্দির পরে বেড়েছে নগদের জোগান! কী তথ্য জানাল রিজার্ভ ব্যাঙ্ক?

২০১৬ সালের ৮ নভেম্বর, অর্থাৎ আজকের দিনেই লাগু হয়েছিল নোটবন্দি বা ডিমনিটাইজেশান। সরকারি নির্দেশিকায় বাতিল হয়ে গিয়েছিল ৫০০ ও ১ হাজার টাকার নোট। মোদি সরকারের দাবি ছিল, এর ফলে দেশে কালো টাকা উদ্ধার হবে, নগদের বদলে ডিজিটাল হবে অর্থনীতি। তবে রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, নোটবন্দির ৬ বছর পরে বাজারে অনেকটাই বেড়েছে নগদ টাকার জোগান।

ভারতীয় রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে জনগণের হাতে এই মুহূর্তে রেকর্ড পরিমাণ নগদ টাকা রয়েছে। নোট বাতিলের আগে ২০১৬ সালের ৪ নভেম্বর ভারতীয় নাগরিকদের হাতে থাকা নগদের পরিমাণ ছিল ১৭.৭ লক্ষ কোটি টাকা। আর ২০২২ সালের ২১ অক্টোবর পর্যন্ত সেই নগদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩০.৮৮ লক্ষ কোটি টাকা! অর্থাৎ, ৬ বছরে মানুষের হাতে নগদ বেড়েছে প্রায় ৭১.৮৪ শতাংশ!

Related Articles