Sambad Samakal

Dengue: কলকাতায় কবে থেকে কমবে ডেঙ্গি, কী জানালেন মেয়র ফিরহাদ হাকিম?

Nov 19, 2022 @ 6:00 pm
Dengue: কলকাতায় কবে থেকে কমবে ডেঙ্গি, কী জানালেন মেয়র ফিরহাদ হাকিম?

শেষ কয়েক বছরের তুলনায় চলতি বছরে কলকাতা সহ গোটা রাজ্য জুড়েই ডেঙ্গির বাড়বাড়ন্ত সকলকে উদ্বেগে রেখেছে। শহর কলকাতাতেই সংক্রমণের হার সবথেকে বেশি থাকায় চিন্তার ভাঁজ পড়েছিল প্রশাসনের কপালে। এই পরিস্থিতিতে শনিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানালেন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। দ্রুতই কমবে ডেঙ্গির বাড়বাড়ন্ত।

এদিন মেয়র ফিরহাদ হাকিম জানান, “কলকাতার পরিবেশ ধীরে ধীরে পাল্টাচ্ছে। ঠান্ডা পড়ছে। স্বভাবতই ডেঙ্গি মশার জন্মের হার কমবে। আর এক সপ্তাহের মধ্যেই ডেঙ্গির সংক্রমণ কলকাতা সহ গোটা রাজ্যেই অনেকটা কমে যাবে বলে আমরা আশা করছি।”

Related Articles