Sambad Samakal

Kolkata HC: নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন সিবিআই তদন্ত! কী নির্দেশ হাইকোর্টের?

Nov 23, 2022 @ 6:19 pm
Kolkata HC: নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন সিবিআই তদন্ত! কী নির্দেশ হাইকোর্টের?

নিয়োগ দুর্নীতি মামলায় ফের নতুন করে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, কার নির্দেশে নিয়ম বহির্ভূত ভাবে চাকরি পাওয়া ব্যক্তিদের কাজে রাখার জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে চেয়ে আদালতে আবেদন করেছিল স্কুল সার্ভিস কমিশন? সেই বিষয়ে জানা প্রয়োজন। এই সিদ্ধান্ত কার মস্তিষ্কপ্রসূত? তাঁদের নাম জানা দরকার। প্রয়োজনে যেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই ফাইল খতিয়ে দেখা হবে। আর এই বিষয়েই নতুন করে তদন্ত করবে সিবিআই।

এরসঙ্গেই বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের শিক্ষা সচিব মনীশ জৈনকে আদালতে তলব করেছেন। বিচারপতি বলেন, কিছু দালাল ও মন্ত্রীদের নাম আমাদের জানা রয়েছে। চাইলে তাঁরাও আদালতে আসতে পারেন। প্রসঙ্গত, মেধা তালিকা বহির্ভূত ভাবে চাকরি পাওয়াদের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরির কথা বলেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছিলেন, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী চান না, কারও চাকরি যাক। আবার যোগ্যরাও যাতে বঞ্চিত না হন, সেই কারণেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী এও জানিয়েছিলেন যে, উক্ত বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া হবে।

Related Articles