Sambad Samakal

Sealdah: শিয়ালদহে কীভাবে ঘটল দুর্ঘটনা? দোষ কার? কী জানাল রেল?

Nov 30, 2022 @ 6:12 pm
Sealdah: শিয়ালদহে কীভাবে ঘটল দুর্ঘটনা? দোষ কার? কী জানাল রেল?

বুধবার দুপুরে শিয়ালদহ স্টেশনের উত্তর শাখায় পাশাপাশি ধাক্কা লাগে দুটি ট্রেনের। এই ঘটনায় বড়সড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন আপ রাণাঘাট লোকালে থাকা যাত্রীরা। কারশেডগামী খালি ট্রেনের ড্রাইভার কেবিনের একাংশও কার্যত তুবড়ে যায়। এই ঘটনার পরে প্রাথমিক তদন্ত চালিয়ে রেল কর্তৃপক্ষ জানাল, দুর্ঘটনায় দায় কারশেডগামী ট্রেনের চালকের। অর্থাৎ এটি একটি হিউম্যান এরর। সিগনালিংয়ে কোনও সমস্যা ছিলনা।

রেল সূত্রে খবর, কারশেডগামী ট্রেনটির চালক সিগনাল না মেনেই অনেকটা এগিয়ে গিয়েছিলেন। যার ফলে পাশে থাকা রাণাঘাট লোকালের সঙ্গে সংঘর্ষ হয়। আপ রাণাঘাট লোকাল ট্রেন চলে যাওয়ার পরে কারশেডগামী ট্রেনটির যাওয়ার কথা ছিল। জানা যাচ্ছে, কারশেডগামী ট্রেনটিতে কোনও অভিজ্ঞ চালক নয়, ছিলেন একজন শিক্ষানবীশ চালক বা শান্টার। এই ঘটনার পরে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে ওই শান্টারকে। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সম্পূর্ণ হওয়ার পরে ওই শান্টারকে চাকরি থেকেও বরখাস্ত করা হতে পারে।

Related Articles