Sambad Samakal

Nabanna: পঞ্চায়েতে দুর্নীতি রুখতে টাস্কফোর্স নবান্নের

Dec 9, 2022 @ 4:37 pm
Nabanna: পঞ্চায়েতে দুর্নীতি রুখতে টাস্কফোর্স নবান্নের

পঞ্চায়েত দফতরের কাজ ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এবার ৯ সদস্যের টাস্ক ফোর্স গড়ল নবান্ন।

পঞ্চায়েত দফতরের কাজে দুর্নীতির অভিযোগ নিয়ে গত বুধবার রাজ্যের সমস্ত জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানে মুখ্যসচিব সাফ জানান, আবাস নির্মাণ-সহ পঞ্চায়েত দফতরের সমস্ত কাজে বেনিয়ম ঠেকাতেই হবে। তারপরেই পঞ্চায়েত সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স তৈরির কথা ঘোষণা করে নবান্ন।

মূলত আবাস যোজনা এবং পঞ্চায়েত দফতরের কাজ খতিয়ে দেখতেই এই টাস্ক ফোর্স গড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে নবান্ন। কেন্দ্রীয় প্রকল্পের কাজও খতিয়ে দেখবে এই টাস্ক ফোর্স। একই সঙ্গে এই সংক্রান্ত কাজে ওঠা দুর্নীতির অভিযোগেরও তদন্ত করবে এই টাস্ক ফোর্স।

Related Articles