Sambad Samakal

UGC: কার্যকরী হচ্ছে জাতীয় শিক্ষানীতি! কত বছরের কোর্স স্নাতক স্তরে? কী জানাল ইউজিসি?

Dec 11, 2022 @ 5:25 pm
UGC: কার্যকরী হচ্ছে জাতীয় শিক্ষানীতি! কত বছরের কোর্স স্নাতক স্তরে? কী জানাল ইউজিসি?

দেশজুড়ে জাতীয় শিক্ষানীতি কার্যকরী করতে এবার উঠেপড়ে লাগাল ইউজিসি। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে স্নাতক স্তরে নয়া শিক্ষানীতিকে অনুসরণ করে কোর্স সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, এবার থেকে স্নাতক স্তরে অনার্স ডিগ্রি পেতে গেলে পড়তে হবে চার বছর।

এতদিন পর্যন্ত তিন বছরের ছিল স্নাতক স্তরের অনার্স কোর্স। নয়া জাতীয় শিক্ষানীতি অনুসারে স্নাতক স্তরে প্রতি বছরের পড়াশোনা শেষে সার্টিফিকেট দেওয়া হবে পড়ুয়াদের। এক বছর পড়াশোনা সম্পূর্ণ করলে মিলবে ডিপ্লোমার সার্টিফিকেট। তিন বছর পড়লে স্নাতক ও চার বছরের পড়াশোনা শেষে অনার্স সহ স্নাতক ডিগ্রি দেওয়া হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই নয়া এই নিয়ম কার্যকরী করার ভাবনা রয়েছে ইউজিসির।

Related Articles