দুবরাজপুরে এক তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডলকে খুনের চেষ্টার মামলায় মঙ্গলবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। এদিন তাঁকে আদালতে পেশ করার পরে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলে পুলিশ। পাল্টা জামিনের আবেদন জানান অনুব্রত মণ্ডলের আইনজীবী। এরপরেই ব্যক্তিগত ২ হাজার বন্ডে অনুব্রতর জামিন মঞ্জুর করেন বিচারপতি।
প্রসঙ্গত, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করতেই আচমকাই প্রকাশ্যে আসে দুবরাজপুরের মামলা। সাময়িকভাবে স্থগিত হয়ে যায় দিল্লি যাত্রা। এরপরে দিল্লি হাইকোর্ট ৯ জানুয়ারি পর্যন্ত অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার ওপরে নিষেধাজ্ঞা জারি করে। ফলে দুবরাজপুর মামলায় জামিন পাওয়ার পরে, ফের আসানসোলের বিশেষ সংশোধনাগারেই স্থান হয়েছে বীরভূমের কেষ্টর।