করোনা প্রতিরোধকারী ন্যাসাল ভ্যাকসিনের দাম কত হতে পারে, সেই নিয়ে জল্পনা চলছিলই। মঙ্গলবার ন্যাসাল ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’-এর দাম চূড়ান্ত করে ফেলল কেন্দ্র সরকার। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ন্যাসাল ভ্যাকসিনের প্রতি ডোজের দাম হতে চলেছে ৮০০ টাকা। এর সঙ্গে পৃথকভাবে যুক্ত হবে ৫ শতাংশ জিএসটি।
ফলে সবমিলিয়ে ন্যাসাল ভ্যাকসিনের দাম দাঁড়াবে ৮৪০ টাকা। কেন্দ্র আগেই জানিয়েছিল, আপাতত বেসরকারি হাসপাতালেই মিলবেন ‘ইনকোভ্যাক’। তাই ৮৪০ টাকার সঙ্গে নির্দিষ্ট পরিষেবা মূল্যও যোগ করবে বেসরকারি হাসপাতালগুলি। সব মিলিয়ে ন্যাসাল ভ্যাকসিনের প্রতি ডোজের দাম হতে পারে ১ হাজার টাকার কাছাকাছি।