পুরীর জগন্নাথ মন্দিরে পদপিষ্ট হল ছয় ছাত্রী। নবম ও দশম শ্রেণির ওই ছাত্রীরা মঙ্গলবার সকালে খবর লেখা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন।
বড়দিনের ছুটি ঘিরে সোমবার সন্ধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরে ছিল উপচে পড়া ভিড়। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। পুরীর মন্দির সূত্রে খবর, প্রবল ভিড়ের মধ্যে ২২ ধাপ সিঁড়ি চড়ার সময় পড়ে যায় ওই ছয় জন স্কুল ছাত্রী। তাদের ওপর হুমড়ি খেয়ে পড়ে যান আরও অনেকে। ভিড়ের চাপে পিষে যায় ওই ছয় ছাত্রী। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।