Sambad Samakal

Mamata: জোকা-তারাতলা মেট্রোর জন্য কাদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী?

Dec 30, 2022 @ 1:22 pm
Mamata: জোকা-তারাতলা মেট্রোর জন্য কাদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী?

শুক্রবার হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গেই উদ্বোধন হল জোকা-তারাতলা মেট্রোরেলের। জোকা থেকে বিবাদিবাগ পর্যন্ত সম্পূর্ণ রুটের একাংশ খুলে গেল সাধারণ যাত্রীদের জন্য। এদিন হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার স্বপ্নের প্রকল্প আজ বাস্তবায়িত হল, বেহালাবাসীকে আমার অভিনন্দন।”

এরসঙ্গেই মমতা আরও বলেন, “আমি রেলমন্ত্রী থাকাকালীন জোকা থেকে বিবাদিবাগ পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের শিলান্যাস করেছিলাম। আজ সেই মেট্রো সাধারণের জন্য খুলে গেল। আমি অত্যন্ত আনন্দিত। এই মেট্রোর কাজের জন্য বেহালাবাসী ১০ বছর ধরে ভুগেছেন। আমি তৎকালীন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বর্তমান মেয়র ফিরহাদ হাকিমকে ধন্যবাদ জানাই। কারণ ওঁরা এই মেট্রো প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ থেকে শুরু করে সমস্ত কাজে অত্যন্ত সাহায্য করেছে। বাংলায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও ধন্যবাদ জানাই।”

Related Articles