Sambad Samakal

Water Drinking: পর্যাপ্ত জল না খেলে বাড়ে মৃত্যুর সম্ভাবনা! কী দাবি সমীক্ষায়?

Jan 4, 2023 @ 11:17 am
Water Drinking: পর্যাপ্ত জল না খেলে বাড়ে মৃত্যুর সম্ভাবনা! কী দাবি সমীক্ষায়?

শরীরকে সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তবে অনেকেরই জল খাওয়ায় অনিহা দেখা যায়। আর এই অভ্যেসই যে আপনার মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে, সেটা জানেন? সম্প্রতি এক সমীক্ষায় দাবি করা হয়েছে, জল না খেলে শরীরের বয়স বাড়বে দ্বিগুণ গতিতে। দুরারোগ্য ব্যধি বাসা বাঁধতে পারবে শরীরে। আর সেই কারণেই হতে পারে অকাল মৃত্যু।

আমেরিকায় ৪৫ থেকে ৬৬ বছর বয়সী প্রায় ১১ হাজার মানুষের ওপর ২৫ বছর ধরে সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষায় উঠে আসা তথ্য অনুযায়ী, শরীরে পর্যাপ্ত পরিমাণে জলের জোগান থাকলে বয়স বাড়ার গতি কিছুটা হলেও শ্লথ হয়। যার ফলে কমে অকাল মৃত্যুর সম্ভাবনা।

Related Articles