Sambad Samakal

Dr Tehemton E Udwadia: চলে গেলেন ভারতে ল্যাপরোস্কোপি সার্জারির জনক ডা. তেহামটন ইরাক উদওয়াদিয়া

Jan 9, 2023 @ 12:59 pm
Dr Tehemton E Udwadia: চলে গেলেন ভারতে ল্যাপরোস্কোপি সার্জারির জনক ডা. তেহামটন ইরাক উদওয়াদিয়া

শরীরের যেকোনও অংশে ছোট্ট কয়েক ইঞ্চি কেটে অস্ত্রোপচার করার পদ্ধতি ল্যাপরোস্কোপির ভারতীয় জনক ছিলেন তিনিই। প্রয়াত হলেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জগতে আলোড়ন ফলে দেওয়া চিকিৎসক ডা. তেহামটন ইরাক উদওয়াদিয়া। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘ সময় ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এই ডাক্তারবাবু। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।

চিকিৎসাবিজ্ঞানের প্রাচীন সমস্ত ধ্যান-ধারণাকে বদলে দিয়ে ভারতে ল্যাপারোস্কোপি সার্জারির জনক ছিলেন তিনিই। বাইকুল্লার জেজে হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন ডা. উদওয়াদিয়া। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল ও হিন্দুজা হাসপাতালের প্রেসিডেন্ট পদেও আসীন ছিলেন তিনি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এন্ডো-সার্জনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টও ছিলেন ডা. তেহামটন ইরাক উদওয়াদিয়া।

Related Articles