Sambad Samakal

Karnaprayag: ফের ফাটল আতঙ্ক! জোশীমঠের পরে এবার কর্ণপ্রয়াগ

Jan 12, 2023 @ 10:26 am
Karnaprayag: ফের ফাটল আতঙ্ক! জোশীমঠের পরে এবার কর্ণপ্রয়াগ

ফের ফাটল আতঙ্ক! জোশীমঠের পর এবার কর্ণপ্রয়াগ। উত্তরাখণ্ডের চামোলী জেলারই অন্য এক প্রান্তের বিভিন্ন বাড়িতে ফাটল লক্ষ্য করা গেছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, কর্ণপ্রয়াগের অন্তত ৫০টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এমনকী কোনও কোনও এলাকায় ছোটখাটো ধসের পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কর্ণপ্রয়াগের বহুগুণা নগরের বেশ কিছু পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের কাছে সাহায্য চেয়েছে স্থানীয় পুরসভা-প্রশাসন। তবে এখনও কর্ণপ্রয়াগের প্রধান বাজার এলাকার ৩০টি পরিবার বিপজ্জনক অবস্থায় রয়েছে।

Related Articles