Sambad Samakal

Songs: মহাকাশে কবে প্রথম গান বাজানো হয়েছিল, জানেন?

Jan 14, 2023 @ 8:00 pm
Songs: মহাকাশে কবে প্রথম গান বাজানো হয়েছিল, জানেন?

১৯৬৫ সালের, ১৬ ডিসেম্বর। মহাকাশবিজ্ঞানের ইতিহাসে নয়া নজির তৈরি করল নাসা। জেমিনি ৬এ ও জেমিনি ৭, দুটি মহাকাশযানকে একসঙ্গে মহাকাশে পাঠায় তারা। মহাশূন্যে পৌঁছে রেডিওর মাধ্যমে নিজেদের মধ্যে কথা বলেন নভোচররা। পাশাপাশি মাত্র ৩০ সেন্টিমিটার দূরত্বে মহাকাশযানদুটি ডক করেন তারা।

রেডিও কন্ট্যাক্টের মাধ্যমে নিজেদের মধ্যে কথা বলার সময়েই নয়া রেকর্ড তৈরি করে ফেলেন দুই মহাকাশযানের নভোচররা। দু’জন নিজেদের সঙ্গে থাকা হারমোনিকা ও ঝুমঝুমি বাজিয়েই সঙ্গীত পরিবেশন করেন মহাকাশে। আর সেটিই ছিল মহাকাশে বাজা প্রথম গান। ‘জিঙ্গেল বেলস’ বাজিয়েই রেকর্ড তৈরি করেছিলেন জেমিনির নভোচররা।

Related Articles