Sambad Samakal

Bridge Of Rising Sun: বালুকাময় মরুপ্রান্তরেই দিকশূন্যপুরের সেতু!

Jan 14, 2023 @ 10:27 pm
Bridge Of Rising Sun: বালুকাময় মরুপ্রান্তরেই দিকশূন্যপুরের সেতু!

যতদর চোখ যায়, বালি আর বালি। মধ্যে দিয়ে এঁকেবেঁকে চলেছে একটি ছোট নদী। জনমানবের চিহ্ন নেই কোথাও। এই নির্জন দিকশূন্যপুরেই দাঁড়িয়ে রয়েছে এক ঝুলন্ত সেতু! সাধারণত নদীর দুই তীরকে সংযুক্ত করতেই তৈরি হয় সেতু। কিন্তু এখানে সেতুর কয়েক মিটার দূর দিয়ে বয়ে চলেছে নদী! হন্ডুরাসের চোলুটেকা শহর থেকে কয়েক মাইল দূরে গেলেই দেখা মিলবে এই দিকশূন্যপুরের সেতুর।

১৯৯৮ সালে জাপানি বিজ্ঞানীরা তৈরি করেছিলেন ‘ব্রিজ অফ দ্য রাইসিং সান’ খ্যাত এই সেতু। এরপরেই বিধ্বংসী হারিকেন ‘মিচ’ এর ফলে গোটা হন্ডুরাসের সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সেতুও। তবে সবথেকে আশ্চর্যের বিষয় হল, হারিকেন ঝড়ের পরেই বদলে যায় চোলুটেকা নদীর গতিপথ। ব্রিজের তলা থেকে সরে যায় গোটা নদী। ফলে দিকশূন্যপুরের সভ্যতার জীবন্ত জীবাশ্ম হয়েই কাাযত দাঁড়িয়ে রয়েছে এই সেতু।

Related Articles